ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্র উদ্ধারের অভিযানে ৩১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ।
সোমবার (২৯ মে) সকালে উপজেলার ৫নং বিট পানিশ্বর শাখাইতি এলাকা, ৮নং বিট শাহজাদাপুর এলাকা হতে দেওড়া গ্রাম ও ১নং বিট অরুয়াইল এলাকা থেকে রানীদিয়া গ্রাম পর্যন্ত অভিযানে এই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
দেশীয় অস্ত্র মধ্যে রয়েছে- ১। পল-১১৫টি, ২। ছল-৫৩টি, ৩। লাঠি-৬৭, ৪। বাশেঁর কঞ্চি-৬৬টি, ৫। টেটা-০৫টি, ৬। চায়নিজ কুড়াল-০১টি, ৭। রামদা-০৫টিসহ মোট ৩১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর সার্বিক নির্দেশনায় এসআই (নিঃ) পংকজ দাশ, এএসআই (নিঃ) দিলীপ কুমার নাথ, এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন-২, এসআই (নিঃ) নুরুল করিম, এএসআই (নিঃ) শামসুল আলম, এএসআই (নিঃ) মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের নিয়মিত অভিযানে এই সমস্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা
আপনার মতামত লিখুন :