“মজবুত হলে পুষ্টির ভিত - স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
বুধবার (৭ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জয়নুল আবেদীন, পরিসংখ্যানবিদ শহিদুর রহমান প্রমুখ।
একুশে সংবাদ/ক.স্ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :