AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে বিদ্যুৎ ভবনের সামনে বিএনপির অবস্থান কর্মসূচী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
০৩:৫০ পিএম, ৮ জুন, ২০২৩
খাগড়াছড়িতে বিদ্যুৎ ভবনের সামনে বিএনপির অবস্থান কর্মসূচী

খাগড়াছড়িতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি।

 

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নেন বিএনপি, বিদ্যুৎখাতে দুর্নীতি,তীব্র লোডশেডিং ও অনিয়মের মাধ্যমে এখাতকে ধংস করার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

 

এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির জেলা সহ-সভাপতি বেলাল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।

 

বক্তারা বলেন, সরকারের সকল খাতের সীমাহীন দুর্নীতির কারণে নিরব দুর্ভিক্ষ চলছে দেশে, দিনে ও রাতে প্রায় ৭/৮ ঘন্টার বেশি সময় ধরে নিরবিচ্ছিন্ন  বিদ্যুৎ বিহিন থাকতে হয়,প্রতিটি গ্রামের অবস্থা আরো ভয়াবহ,এমন কি নিত্যপন্যের জিনিসপত্র সব মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে।

 

পরে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপি‍‍`র একটি প্রতিনিধি দল।

 

এসময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া সহ দলের নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আ.র.প্র/জাহা

Link copied!