চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের জয়কালী বাজারে করাতকলে অভিযান চালিয়ে ১০হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
শনিবার (১০ জুন) বিকাল ৪টার সময় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এব্যাপারে অভিযানে নেতৃত্বে দানকারী সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সড়ক দখল করে গাছ, কাঠ ফেলে রাখা ও করাতকলে রেজিস্ট্রার সংরক্ষণ পূর্বক কাঠের যথাযথ হিসেব না রাখায় দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান।
একুশে সংবাদ/সা.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :