‘বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয়’ বলে মন্তব্য করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, ‘আমি নির্বাচন কমিশনকে আগেই বলেছি, আপনারা জাদুর বাক্স বাদ করেন, তারা তা শুনল না। এখন দেখেন তারা এক ঘণ্টা ইভিএম চালাইতে পারতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে।’
সোমবার (১২ জুন) খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মধু বলেন, ‘মানুষের ভোটের যে উৎসাহ, সেটা আমাদের দেশে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, `এই সরকারের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয়। আগে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনের ব্যথা মানুষের মনে এখনো আছে। সেই কারণে মানুষের মাঝে, ভোটারদের মাঝে কোনো উৎসাহ নাই।’
এই নির্বাচনে ৪০ শতাংশ ভোট কাস্ট হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ড.ই/এসএপি
আপনার মতামত লিখুন :