খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামি আন্দোলন। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
তিনি বলেন, বরিশাল ও খুলনায় সিটি নির্বাচনে অনিয়ম হওয়ায় আমরা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করছি। এছাড়া সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিচ্ছি। এই দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন প্রার্থী দিবে না।
এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগ উঠে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা ফয়জুল করীম ও কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশাল ও খুলনা সিটিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় বিকেল ৪টায়। এই দুই সিটি করপোরেশনের কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাদের বেশির ভাগই নারী। এবারই প্রথম খুলনা ও বরিশাল সিটির সব কেন্দ্রে ভোট নেয়া হয় ইভিএমে। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। এছাড়া সিসি ক্যামেরায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পরিস্থিতি মনিটরিং করেন কর্মকর্তারা।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :