AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মসজিদে মিলল ফুটফুটে নবজাতক


মসজিদে মিলল ফুটফুটে নবজাতক

বরিশাল নগরীর একটি মসজিদ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে অজ্ঞাত পরিচয় শিশুটিকে  হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। কিন্তু অনেক খোঁজ করেও তার কোনো স্বজনের সাক্ষাৎ পাননি। নিরুপায় হয়ে শিশুটি কান্না থামাতে বাসায় নিয়ে স্ত্রীর কাছে দেন নবজাতকটিকে। উদ্ধারের পর শিশুটিকে আগৈলঝাড়া উপজেলার ছোটমনি নিবাসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

 

এ ব্যাপারে খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম জানান, শিশুটি উদ্ধারের পরপরই তিনি পুলিশকে অবহিত করেন। তাদের পরামর্শেই বুধবার (১৪ জুন) দুপুরে শিশুটিকে থানায় হস্তান্তর করা হয়। তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই তিনি দত্তক নিতে চান।

 

তিনি বলেন, শিশুটি উদ্ধারের পর গত দু’দিন ধরে তার স্ত্রী যেভাবে তার দেখভাল করছেন, তেমনি সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আমার দুই কন্যাও তাকে কোল ছাড়া করছিল না। তারা কোনোভাবেই শিশুটিকে দিতে চায়নি। তাই আমার স্ত্রী-সন্তানদের আগ্রহেই বর্তমানে ৪-৫ দিন বয়সী ওই শিশুটিকে আইন মেনে দত্তক নিতে চান।

 

কোতোয়ালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, দত্তক নিতে হলে নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!