AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা


Ekushey Sangbad
মাহবুব খান, শিবপুর, নরসিংদী
০৭:১৭ পিএম, ২৪ জুন, ২০২৩
শিবপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল।

 

বিশেষ আলোচকের বক্তব্য দেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস.এম আরিফুল হাসান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক এ.কে এম মাসুদুর রহমান খান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন। এছাড়া নরসিংদী জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মানিক মিয়াসহ অন্যান্য উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকগণ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাছুম রিকাবদার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহীনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচিতি করানো হয়।

 

একুশে সংবাদ/মা.খা.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!