AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোল পৌর নির্বাচনে ৩ মেয়র ও ৬২ কাউন্সিলর প্রার্থীর প্রতীক বরাদ্দ


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:৪৩ পিএম, ২৬ জুন, ২০২৩
বেনাপোল পৌর নির্বাচনে ৩ মেয়র ও ৬২ কাউন্সিলর প্রার্থীর প্রতীক বরাদ্দ

আগামী ১৭ই জুলাই বেনাপোল পৌরসভার নির্বাচন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে যশোর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এবারের বেনাপোল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৩ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারন আসনের কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

নির্বাচনে মোট ৭৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেন। এর মধ্যে মেয়র সহ ৬৫ প্রার্থী বৈধ হিসাবে প্রতীক বরাদ্দ পান। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে ব্যক্তিগত কারণে মাসুদুর রহমান মিলন ও ৮ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার সহ অবৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান।

 

বেনাপোল পৌর নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়ে মেয়র পদে বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ মার্কা নিয়ে ফারুক হোসেন উজ্জ্বল ও মোবাইল ফোন মার্কা নিয়ে মফিজুর রহমান সজন লড়াই করবেন।

 

অপরদিকে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী ১৫ জন। যাদের মধ্যে ১ নং- সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা হলেন, মোছাঃ নাজমুন নাহার কাঞ্চন জবা ফুল, মোছাঃ জেসমিন আক্তার চশমা, মোছাঃ জুলেখা বেগম আনারস, মোছাঃ জবেদা খাতুন টেলিফোন, মোছাঃ আসমা খাতুন অটোরিক্সা, ২ নং- সংরক্ষিত নারী আসনে মোছাঃ সুমি খাতুন টেলিফোন, মোছাঃ মর্জিনা মিম চশমা, মোছাঃ কোহিনুর খাতুন আনারস, মোছাঃ রোজিনা খাতুন অটোরিক্সা, মোছাঃ তাসলিমা খাতুন জবা ফুল, ফারহানা আনজুম বলপেন, মোছাঃ ফরিদা খাতুন দ্বিতল বাস, ৩ নং- সংরক্ষিত নারী আসনে, মোছাঃ কামরুন্নাহার আন্না চশমা, মোছাঃ রিজিয়া খাতুন আনারস, মোছাঃ সেলিনা আক্তার জবা ফুল।

 

এবং ৪৭ সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে, ১নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন, আব্দুস সবুর টেবিল ল্যাম্প, সুলতান আহমেদ বাবু উটপাখি, আব্দুল মান্নান পাঞ্জাবি। ২নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন, জাহিদুল ইসলাম টেবিল ল্যাম্প, শরীফুল ইসলাম পাঞ্জাবি, মোঃ জয়নাল আবেদীন উটপাখি, মোঃ হাফিজুর রহমান পানির বোতল, মোঃ এনামূল হক ব্রিজ। ৩ নং- ওয়ার্ডের প্রার্থীরা হলেন, মোঃ জুলফিকার আলী মন্টু ব্রিজ, মোঃ মিজানুর রহমান উটপাখি, মোঃ শাহারিয়ার নিয়াজ পানির বোতল, মোঃ সুমন হুসাইন ব্লাকবোর্ড, মোঃ ওহিদুল ইসলাম পাঞ্জাবি।

 

৪ নং- ওয়ার্ডের প্রার্থীরা হলেন, কাজী শাহীনুল ইসলাম ব্রিজ, মোঃ হোসেন আলী পাঞ্জাবি, জিল্লুর রহমান ডাবলু পানির বোতল, শাহ আলম উটপাখি, নাসিরউদ্দীন বাবু ডালিম। ৫নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন, মোঃ রাশেদ আলী ডালিম, মোহ আব্দুস সালাম উটপাখি, মোঃ আজিম উদ্দীন গাজী পানির বোতল, মোঃ কামরুজ্জামান ঢেঁড়শ।

 

৬নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন, মোঃ আসাদুজ্জামান উটপাখি, মোঃ মুসলিম আলী ব্রিজ, মোঃ আইয়ুব হোসেন পানির বোতল, মোঃ এনামুল হক ডালিম, মোহাম্মদ আলী ব্লাকবোর্ড। ৭নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন, মোঃ শেখ মফিজুর রহমান উটপাখি, মোঃ টুটুল হোসেন পানির বোতল, মোঃ জাহাঙ্গীর আলম (লাল) পাঞ্জাবি, মোঃ ফরহাদ হোসেন (শাওন) টেবিল ল্যাম্প, মোঃ মাসুদুর রহমান সুমন ডালিম, মোঃ মজনুর রহমান ব্রিজ। ৮ নং- ওয়ার্ডের প্রার্থীরা হলেন, মোঃ জুয়েল রানা গাজর, মোঃ হাবিবুর রহমান ব্লাকবোর্ড, মোঃ মেহের উল্লাহ ডালিম, মোছাঃ পারুল বেগম উটপাখি, মোঃ কামাল হোসাইন টেবিল ল্যাম্প, মোঃ হাসানুজ্জামান তাজিন ব্রিজ, মোঃ আমিন হোসেন পাঞ্জাবি, আব্দুল জলিল পানির বোতল।

 

৯ নং- ওয়ার্ডের প্রার্থীরা হলেন, মোঃ রিওন কবির ডালিম , মোঃ জসীম উদ্দীন উটপাখি, মোঃ কামাল হোসেন পাঞ্জাবি, মোঃ মিজানুর রহমান স্ক্রু-ড্রাইভার এবং মোঃ বিপ্লব হোসেন পানির বোতল।

 

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, ১৭ই জুলাই আসন্ন বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারন আসনের কাউন্সিলর পদে ৫৩ জন মোট ৭৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

 

রোববার ১৮ জুন ছিল মনোনায়ন পত্র দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই বাছাই এবং ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীতা প্রত্যাহারের শেষে মেয়র সহ ৬৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবং ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি জানান।

 

একুশে সংবাদ/ই.র.প্র/জাহা

Link copied!