বরগুনার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০ টার সময় পৌরসভার হতদরিদ্র খেটে খাওয়া মানুষের জন্য এক বেলা ডাল-ভাতের কর্মসূচীর মাধ্যমে এক বেলা খাবারের জন্য নগদ অর্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এম,এ কাদের মিয়া।
বিশেষ অথিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড: একে এম শামসুদ্দিন সানু কমান্ডার, ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের ট্রেজার মোসাঃ শাহীনুর বেগম, শিক্ষক সমিতির নেতা মোঃ জাহিদ লিটন, কে এম,শফিকুল ইসলাম শফিকসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সমাজের গন্য মান্য ব্যাক্তি বর্গ।
একই দিন অপর অনুষ্ঠানে মসজিদের জন্য সিমেন্ট, ছাএদের জন্য বই কেনার নগদ অর্থ সহায়তা ও প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান বাদল তালুকদার।
একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :