AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর


ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন সব ধরনের আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে।

 

সোনামসজিদ সোনামসজিদ সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন সব ধরণের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।

 

বন্ধের বিষয়টি ভারতীয় কাষ্টমস, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট, বাংলাদেশ কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়ছে। প্রেক্ষিতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

তবে, আগামী ৩ জুলাই সোমবার থেকে বন্দরে পুনরায় আমদানী-রপ্তানী কার্যক্রম চালু হবে।

 

এদিকে সোনামসজিদ স্থলশুল্ক ষ্টেশনের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, এই ছুটির সময়ে ইমিগ্রেশন দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।

 

একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা

Link copied!