পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন সব ধরনের আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে।
সোনামসজিদ সোনামসজিদ সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন সব ধরণের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
বন্ধের বিষয়টি ভারতীয় কাষ্টমস, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট, বাংলাদেশ কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়ছে। প্রেক্ষিতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে, আগামী ৩ জুলাই সোমবার থেকে বন্দরে পুনরায় আমদানী-রপ্তানী কার্যক্রম চালু হবে।
এদিকে সোনামসজিদ স্থলশুল্ক ষ্টেশনের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, এই ছুটির সময়ে ইমিগ্রেশন দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।
একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা
আপনার মতামত লিখুন :