বগুড়ার কাহালুতে এক চা বিক্রেতা কেটলির গরম পানি নিক্ষেপ করে সোহান (১৪) নামের এক শিশুর শরীর ঝলসে দিয়েছে।
শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় জনৈক সাজু`র ইট ভাটা সংলগ্ন চা দোকানে এ ঘটনা ঘটে।
শনিবার রাতেই পুলিশ চা বিক্রেতা ওহেদুলকে গ্রেপ্তার করেছে। কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
চা দোকানি ওহেদুল (৪২) এসময় শিশু সোহানকে তার চা দোকানে বসে চা বিক্রি করতে বললে সোহান চা বিক্রিতে রাজি না হওয়ায় সে ক্ষীপ্ত হয়ে কেটলি ভর্তি চা তৈরির গরম পানি মুখমন্ডলে নিক্ষেপ করলে সোহান তৎক্ষনাৎ ঘুরে দাঁড়ালে গরম পানিতে তার পিঠ ঝলসে যায়।
ওহেদুল চা বিক্রির পাশাপাশি চাতাল শ্রমিকের সর্দারের কাজ করতো বলে জানা যায়।
সোহান বর্তমানে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামের চাতাল শ্রমিক মোঃ কাশেম আলির ছেলে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।
একুশে সংবাদ/হ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :