পবিত্র ঈদুল আযহা’র ৬ দিনের ছুটি শেষে আজ সোমবার সকালে ভারতীয় আমদানীকৃত পণ্যভর্তি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রফতানী কার্যক্রম শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলশুল্ক ষ্টেশনের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে আজ সকালে মুসুলধারে বৃষ্টির মধ্যে ভারতের মহদিপুর বন্দর দিয়ে কাঁচা মরিচ, পাথর ও ভুট্টাভর্তি ৫০ টি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে বন্দরে কার্যক্রম স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, এ রির্পোট লেখা পর্যন্ত ৩ টি ভারতীয় ট্রাকে ৩১ মেট্রিক টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরো কাঁচা মরিচ ভর্তি ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আর ছুটি শেষে কাঁচা মরিচ বাংলাদেশে আসায় ২/১ দিনের মধ্যে দাম স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে, টানা ছুটির কারণে ভারতের ওপারে মহদিপুরে বেশকিছু পণ্যভর্তি ট্রাক আটকে আছে। যা আজকের মধ্যে বাংলাদেশে প্রবেশ করলে যানজট আর থাকবে না।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :