বগুড়ার কাহালু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র নাইমুর রহমান নাঈম (১৩) অপহরণ ও হত্যার মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া (৩৪)কে ১২ বছর পর গ্রেফতার।
বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা অফিসার ইনর্চাজ মাহমুদ হাসানের দিক নির্দেশনায় পুলিশর অভিযান চালিয়ে হত্যা মামলার মূল ও ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়াকে তার নিজ বাড়ী কাহালু পৌরসভার উলট্ট পূর্বপাড়ার হতে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ এপ্রিল কাহালু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্র নাইমুর রহমান নাঈম সকাল ৭ টায় প্রাইভেট পড়তে কাহালুতে আসার পথে তাকে অপহরণ করা হয়। এরপর নাঈমের পরিবারের নিকট মোটা অংকের মুক্তিপন দাবী করে তা না পেয়ে নাঈমকে হত্যাকরে ইটভাটায় পুড়ে ফেলা হয়।
এই ঘটনায় নাঈমের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে জাকারিয়াসহ ১০ জনকে আসামী করে কাহালু থানায় অপহরণ ও হত্যা মামলা
করে। ঐ মামলায় বিজ্ঞ আদালত জাকারিয়াসহ ২ জনকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন।
হত্যার পর হতে জাকারিয়া পলাতক ছিলেন। জাকারিয়া কাহালু পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান এর ছেলে। মামলার তথ্য ও জাকারিয়াকে গ্রেফতারের বিষয়টি কাহালু থানা অফিসার ইনর্চাজ মাহমুদ হাসান নিশ্চিত করেন।
একুশে সংবাদ/হ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :