সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে শহরের চৌরঙ্গীমোড়ে জমায়েত হয়ে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামের সামনে সড়কে সমাবেশ করে তারা।
বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি আন ম আব্দুল করিম, সদস্য দেলোয়ার হুসাইন, মির তুহিন সহ মুসল্লিরা।
এসময় বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। একই সাথে বাংলাদেশে সুইডেনের পণ্য ব্যবহার না করাসহ সুইডেনের সাথে ব্যবসায়ীক সকল সম্পর্ক ছিন্ন করার আহব্বান জানান বক্তারা।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :