AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:০৮ পিএম, ৭ জুলাই, ২০২৩
সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ

কুরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ, ছবি: প্রতিনিধি।

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর পলাশ উপজেলায়।

 

শুক্রবার (৭ জুলাই) দুপুরে পলাশ উপজেলায় জুম্মার নামাজ শেষে হাজারো মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পলাশ ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পলাশ বাসস্ট্যান্ড ও ঘোড়াশাল ঘোড়া চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা কুরআন অবমাননার প্রতিবাদে সরকারকে রাষ্ট্রিয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা ও দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানান। এছাড়াও আগামী সংসদ অধিবেশনে কুরআন অবমাননার প্রতিবাদে নিন্দা প্রস্তাবের জোর দাবি জানান। পাশাপাশি জাতিসংঘকে অবহিত করার দাবিও জানান বক্তরা।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ওলামা পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন।

পলাশ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ বাসস্ট্যান্ড খন্দকার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন মৃধা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রুহুল আমীন সিদ্দিকী, এডভোকেট লোকমান হোসেন ও ডাক্তার জুলহাস মিয়া প্রমুখ।

 

অপরদিকে ঘোড়াশালের সমাবেশে বক্তব্য রাখেন, ঘোড়াশাল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোজাম্মেল হক, মূলগাঁও ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, সমাজসেবক মো: কামাল হোসেন প্রমুখ।

 

একুশে সংবাদ/এসএপি
 

Link copied!