AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
১২:৩৬ পিএম, ৮ জুলাই, ২০২৩
গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত পক্ষে ১০ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধার আব্দুর রাজ্জক নামে ১ ব্যক্তির পরিচয় পাওয়া পওয়া গেছে।  

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুরমুখী শ্যামলী পরিবহনের একটি কোচের সাথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে আরও ২জন মারা যায়। এসময় মহাসড়কের দুই পাশের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্স হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

 

ঢাকামুখী ট্রাকটিতে ঈদ পরবর্তী কর্মস্থলমূখী যাত্রী বহন করা হচ্ছিল। রাতে মহা সড়কে লেন ভুল করে অন্য লেনে ঢুকে পরায় এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে বাকী দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!