AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক যুগ পর সরকারী সাত প্রকল্পের দ্বিগুণ টাকা আদায়


এক যুগ পর সরকারী সাত প্রকল্পের দ্বিগুণ টাকা আদায়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ইউনিয়ন এলাকায় সাতটি প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও বাস্তবায়ন না করায় প্রায় এক যুগ পর সরকারী বরাদ্দের দ্বিগুণ টাকা আদায় করে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে প্রকল্পের সভাপতিদের কাছ থেকে আদায় করা টাকার পরিমাণ ৮ লাখ ৬৫ হাজার ৯৮৯ টাকা।

 

ইউএনও অফিস সূত্রে বিগত ২০১০ - ২০১১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প ( টিআর) এর মধ্যে সাতটিতে দুর্নীতি, অনিয়ম ও বাস্তবায়ন না করে বরাদ্দের সরকারী টাকা আত্মসাত করা হয়। উপজেলা প্রশাসন থেকে বিষয়টি জেনে প্রতিটি প্রকল্প তদন্ত করা হয়। উপজেলা প্রশাসনের তদন্তে এর সত্যতা মেলায় প্রকল্পের সভাপতিদের কাছ থেকে বরাদ্দের দ্বিগুণ টাকা আদায় করা হয়েছে।

 

উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের আঃ লতিফের কাছ থেকে বরাদ্দের দ্বিগুণ ৬৫ হাজার ২৯১ টাকা , সাতবারিয়ার আবু হানিফের কাছ থেকে ২ লাখ ২০ হাজার ৫ টাকা , সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া গ্রামের আমজাদ হোসেনের কাছ থেকে ৮৭

হাজার ৫৩ টাকা, বড় পাঙ্গাসী ইউনিয়নের শুকুলহাটের মজিবর রহমানের কাছ ৫৬ হাজার ৫ টাকা, হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামের ইমদাদুল হকের কাছ থেকে ১ লাখ ৩০ হাজা ৫৭৭ টাকা, সাইদুল ইসলামের কাছ থেকে ৮৭ হাজার ৫৩ টাকা ও সলঙ্গা ইউনিয়নের বড় চৌবিলা গ্রামের ছাকোয়াত হোসনের কাছ থেকে ২ লাখ ২০ হাজা ৫ টাকা আদায় করা হয়েছে। এছাড়া উপজেলার বাঙ্গালার ২টি ও দক্ষিণ পুস্তিগাছার একটি প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও বাস্তবায়ন না করার বিষয় তদন্ত করা হয়েছে বলে জানা গেছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন বলেন, উন্নয়ন প্রকল্পগুলো বিগত ২০১০ - ১১ অর্থ বছরের। সে সময় সাতটি প্রকল্পের সাতজন সভাপতি সরকারী টাকা বরাদ্দ নিয়ে প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও বাস্তবায়ন করেননি। আদায় করা টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

 

তিনি আরো বলেন, সরকারী টাকা বরাদ্দ নিয়ে গুরত্ব দিয়ে সঠিক ভাবে প্রকল্প বাস্তবায়ন করতে হবে ।

 

একুশে সংবাদ/সা.স.প্র/জাহা

Link copied!