বগুড়ার আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে আরেক মিটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলাপরসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) ভোররাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীচরের গোফ্ফারের ছেলে বাদন মিয়া, একই এলাকার হেলপার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, নওগাঁর সাপাহার মাস্টারপাাড়র আমজাদ হোসেনের ছেলে রাফিকুল ইসলাম ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী।
স্থানীয়রা জানান, ভোররাতে মহাসড়কের আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে মারা যান ট্রাকমালিক মোস্তাক ও হেলপার সাইফুল ইসলাম।
আদমদিঘী থানার ওসি রেজাউল বলেন, ‘ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :