AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা


পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নবগঠিত দোহাজারী পৌরসভা নির্বাচন আগামী ১৭ জুলাই। উৎসবের আমেজে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় মেয়র কমিশনার এবং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা ভোট আদায়ে মরিয়া হয়ে উঠেছে, দিবা রাতে প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে স্ব স্ব ওয়ার্ডে দুই দলের বিভক্ত হয়ে ( নারী ও পুরুষ) ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া চাচ্ছে।

 

এবার নির্বাচন প্রার্থীদের প্রচারণা চলছে ভিন্ন রকম সব প্রার্থীরা শিল্পীদের রেকর্ড করা গানের মিউজিক ও গানের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আনন্দের সাথে এলাকায় চষিয়ে বেড়াচ্ছ।

 

দক্ষিন চট্টগ্রামের বহল পরিচিত নিকার প্রস্তাবিত জেলা ও থানা হিসেবে এখনো ঘোষণা না হলেও দোহাজারীকে পৌরসভা হিসেবে ঘোষণা করে নির্বাচন হওয়ায় এলাকায় আনন্দের বাতাস বইছে

 

এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৭ জন এবং ৯ টি ওয়ার্ডে কমিশনার পদে ৬৩ জন  প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি হতে পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও দলের সিদ্ধান্ত অনুযায়ী নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব লোকমান হাকিম ,ইসলামিক ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীক নিয়ে জয়নাল আলম ,, আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ৪ জন নির্বাচন থেকে সরিয়ে আসলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল নোমান বেগ মনোনয়ন পত্র দাখিল করলেও  হলফ নামায় ভুলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পরবর্তী আপিলের শুনানি শেষে জেলা প্রশাসক থেকে বাতিল করা হলে মাননীয় হাইকোর্টের আদেশ নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । ইতিপূর্বে দলের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ কে বহিস্কার করা হয়েছে ।

 

এলাকার সচেতন মহল ও বেশ কিছু ভোটারের সঙ্গে আলাপকালে জানা যায়, এ নির্বাচনে তেমন প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্য করা যাচ্ছে না, কারণ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শক্ত না থাকায় বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কা প্রতীক নির্বাচনে অংশ নেয়া আলহাজ্ব লোকমান হাকিম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন । অনেকেই মনে করেন বিদ্রোহী প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল নোমান বেগ  চমক নিয়ে মাঠ নেমেছে তিনি নির্বাচনে জয়লাভ করার আশা ব্যক্ত করেন

 

এবারের নির্বাচনে দোহাজারী পৌরসভা ৯ টি ওয়ার্ডে ১৪ টি কেন্দ্রের ১০২ টি স্থায়ী এবং ৮ টি অস্থায়ী কেন্দ্রে ৩৩ হাজার ৫০০ জন ভোটার ইবিএমে তাদের ভোট প্রদান করবেন প্রয়োগ করবেন। এতে পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৬৯৩ জন, মহিলা ভোটের সংখ্যা ১৫৫ হাজার ৮৯৩ জন ।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ৯ জানুয়ারী  দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট বা পরিপত্র জারি করা হয়। একই বছর ১১ মে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে দোহাজারী পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৭ সাল থেকে পদাধিকার বলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করে আসছিল ।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা আক্তার দোহাজারী পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ১৪ টি ওয়ার্ডের জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবির স্টাইকিং ফোসে্র  পাশাপাশি পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক ভাবে নির্বাচনী এলাকায় টহলরত অবস্থায় নিয়োজিত থাকবে।

 

একুশে সংবাদ/আ.আ.প্র/জাহা

Link copied!