AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার ১ হাজার ১৬১ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ


Ekushey Sangbad
শ্রীপুর উপজেলা প্রতিনিধি, মাগুরা
০৭:০৩ পিএম, ১৫ জুলাই, ২০২৩
মাগুরার ১ হাজার ১৬১ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার দুপুরে সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে জেলার ৪ উপজেলার ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১৬১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে।

 

এর মধ্যে মাগুরা সদর উপজেলার ৭৪টি বিদ্যালয়ের ৫০০ জন, শ্রীপুর উপজেলার ৩৩টি বিদ্যালয়ের ১৯৯ জন, শালিখা উপজেলার ৩৫টি বিদ্যালয়ের ২১৬ জন ও মহম্মদপুর উপজেলার ৪০টি বিদ্যালয়ের ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে ১ হাজার ১৬১টি ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হয়।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে।

 

মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্যাবগুলি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন ।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে ও শালিখা উপজেলা পরিসংখ্যান অফিসার নাজমুল হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আয়েশা আক্তার মিলি, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিশ্বাস ইকরাম আলী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।

 

অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, আজকের শিক্ষার্থীই আগামী দিনের সমাজ বিনির্মাণের কারিগর। স্মার্ট বাংলাদেশ গঠনের এসব শিক্ষার্থীকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী মেধাবী শিক্ষার্থীকে আরও যোগ্য করে গড়ে তুলতে ট্যাব বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন।

 

একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা

Shwapno
Link copied!