মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) এর নির্দেশনায় গতকাল রোববার থেকে এ আন্দোলনে নেমেছেন বেসরকারি স্কুল শিক্ষকরা।
সোমবার (১৭ জুলাই) বালিজুড়ি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়,মাদারগঞ্জ আশেক মাহমুদ উচ্চ বিদ্যালয়,মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়, জোনাইল নয়াপাড়া ফাতেমা খান মাহমুদ বিদ্যালয়, তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গেছে এসব স্কুল চত্বরে বিরাজ করছে সুনসান নীরবতা।
খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকদের আন্দোলনের কারণে এসব স্কুলে দু’দিন ধরে ক্লাস বন্ধ রয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মোসলেমবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল হাসান সিরাজ দুলাল জানান, জাতীয়করণের দাবিতে সারা দেশের ন্যায় মাদারগঞ্জে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে তালা ঝুলছে। আমরা ৩ দিনের কর্মসূচিতে অংশ গ্রহণ করেছি। আজ দ্বিতীয় দিন চলছে।
একুশে সংবাদ/সা.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :