AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৪:১১ পিএম, ১৮ জুলাই, ২০২৩
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টায় শহরের মল্লিকপুর এলাকা থেকে এক কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল,সহ সভাপতি আব্দুল লতিফ জেপি,নাদীর আহমদ,সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, নাসির উদ্দিন লালা,এড.জিয়াউর রহিম শাহিন।

 

এছাড়াও সহযোগি সংগঠনের কামরুল হাসান রাজু, কালারচানঁ, তফাজ্জুল হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ সহযোগি সংগঠনেরস নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ববাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবী জানান। অন্যতায় রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/কু.শ.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!