নওগাঁর নিয়ামতপুরে মেসার্স তরফদার ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে ১ লক্ষ ও সোনার ফিলিং স্টেশনের লাইসেন্স নবায়ন না করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে কয়েক জন ক্রেতার অভিযোগের ভিত্তিতে উপজেলার সদর বাজারের দক্ষিণে অবস্থিত তরফদার ফিলিং স্টেশন ও নিয়ামতপুর-মান্দা আঞ্চলিক সড়কের বাদ মালঞ্চি এলাকায় সোনার ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী বলেন, কয়েক জন ক্রেতা ঐ ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ দেয়। অভিযানে গিয়ে ক্রেতাদের অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। অভিযানে থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
একুশে সংবাদ/ই.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :