শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
পদযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রা কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন।
দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচি পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিুসজ্জামান খান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ।
একুশে সংবাদ/আ.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :