পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের সবচেয়ে বড় শরৎনগর হাট। এই হাট উপজেলার সবচেয়ে বড় ও স্থানীয়দের কাছে অনেক গুরুত্বপূর্ণ।
তথ্য সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় এই শরৎনগর হাটটি সপ্তাহের দু`দিন (শনিবার ও বুধবার) বসে। উপজেলার প্রায় সব গ্রাম থেকেই বেচাকেনা করতে হাটে আসে হাজারও মানুষ। এই হাটটি আশে-পাশের উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট হওয়ায় হাটটিতে বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা হাটে আসেন ব্যবসা করতে। কিন্তু হাটের ভেঙ্গে যাওয়া শেডের দিকে তাকালেই এই হাটটি কতটা মূল্যহীন কর্তৃপক্ষের কাছে তা সহজেই অনুমান করা যায়।
শরৎনগর হাটে আসা একাধিক ক্রেতা-বিক্রেতা জানান, ভাঙ্গুড়াবাসীদের কাছে হাটটি অনেক গুরুত্বপূর্ণ। উপজেলার অন্যান্য হাটের চেয়ে এই হাটটি অনেক বড় হওয়ার কারণে এলাকাবাসীরা সপ্তাহের দু`দিন এই হাট থেকে প্রয়োজনীয় বাজার করে থাকেন। দুই বছর পূর্বে ঝড়ে হাটের শেডটি ভেঙে যায়। ফলে হাটুরিদের নিরাপদ স্থানে দোকান বসানোর জায়গা না থাকায় হাটুরিরা রাস্তায় এসে দোকান বসায়। যার ফলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, জানিনা কবে হাটের ভাঙা শেডটি মেরামত হবে। কবে নিরাপদ স্থানে বসে বিক্রেতা ও ক্রেতারা তাদের পণ্য লেনদেন করতে পারবেন। সেই সাথে তারা শেডটি দ্রুত সংস্কারের জোর দাবিও জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভাঙ্গুড়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বরাত আলী বলেন, মেয়র মহোদয় পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি ভাঙ্গুড়ায় ফিরলে শরৎনগর হাটের ভাঙা শেডের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরজমিনে গিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ভাঙা শেডটি মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/শে সা/স ক
আপনার মতামত লিখুন :