পুলিশের গুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানার পত্তন ইউনিয়নের আদমপুর দক্ষিণ পাড়া এলাকায় এইঘটনা ঘটে।
জানা গেছে, আদমপুর দক্ষিণ পাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি আইয়ূব নুর (৬৫) ও তার ছেলে আরিফ। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বৃহস্পতিবার রাতে আসামী ধরতে বিজয়নগর থানার এস আই সাইদুল হক এর নেতৃত্বে থানার পুলিশ ফোর্স তাদের বাড়িতে অভিযান চালায়।
এসময় আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।
এসময় পুলিশ আত্নরক্ষায় গুলি ছুড়লে আইয়ূব নূর (৬৫) নামে একজন গুলিবিদ্ধ হয় এবং পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়।
এছাড়াও আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- একই গ্রামের রাসেল মিয়ার ছেলে ইমন মিয়া (১৫), আকাশ মিয়ার স্ত্রী (৩০)।
অভিযানে অংশ নেয়া বিজয়নগর থানার ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।
এদিকে এলাকাবাসী জানান, বিজয়নগর থানার এস, আই সাইদুল হক প্রতিদিনই বিজয়নগরের পত্তন ইউনিয়নের আদমপুর ও নোয়গাঁও মোড়ে বিকালে বসে থাকতেন। এছাড়াও তিনি পত্তন, সিঙ্গারবিল এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতই মোটা অংকের টাকা নিতেন।
এ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহম্মেদ।
একুশে সংবাদ.কম/এ.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :