AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে দুই পক্ষের সংঘর্ষে বাস চলাচল বন্ধ


বরিশালে দুই পক্ষের সংঘর্ষে বাস চলাচল বন্ধ

টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।

 

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তাদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।  

 

পরে বেলা ১১টার দিকে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এর দায় স্বীকার করছেন না কেউ।

 

এর আগে টার্মিনাল সংলগ্ন সড়কে এলোপাতাড়ি বাস রাখা হলে ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবহন চলাচল বন্ধ ছিল।

 

টার্মিনাল সূত্রে জানা গেছে, শ্রমিকের এক পক্ষে রয়েছে নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লার সমর্থক। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

 

অপর পক্ষের নেতা কামাল হোসেন লিটন মোল্লা বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ’র অনুসারী।

 

জানা গেছে, সিটি নির্বাচনের পর সাদিক অনুসারীদের হটিয়ে টার্মিনালের নিয়ন্ত্রণ নেন আফতাব হোসেন। সাদিকপন্থীরা আবার টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার করলে কয়েক দিন ধরে টার্মিনাল এলাকায় উত্তেজনা চলছিল।

 

শুক্রবার সকালে লিটন মোল্লা দলবলসহ টার্মিনালে ঢুকলে হামলা ও পাল্টা হামলা হয়।

 

আফতাব হোসেন জানান, ‘বিদায়ী মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর ইন্ধনে লিটন মোল্লা টার্মিনালে অরাজকতার চেষ্টা করছে।’

 

লিটন মোল্লা বলেন, ‘তিনি শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি করায় আফতাবের নির্দেশে হামলা হয়েছে।’

 

একুশে সংবাদ/ব/এসএপি

 

Link copied!