নরসিংদীর পলাশ উপজেলায় মানবতার আলো সংগঠনের পক্ষ্য থেকে প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল মেবাধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী বুধবার (২৬ জুলাই) থেকে এই বৃত্তি প্রদান করা হবে বলে জানান, মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল দে।
যে সকল ছাত্রীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে তারা হলেন, পূর্ব পলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির মিথিলা রানী ধর, ৫ম শ্রেণির স্তুতি রানী পাল, ধলাধিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র প্রশান্ত সরকার, দ্বিতীয় শ্রেণির নুশরাত জাহান ইভা, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মুগ্ধ দাস মন, ৫ম শ্রেণির কথা নাগ, বাড়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেঘনীল ব্যানার্জী, ৩য় শ্রেণির তীর্থ বণিক, চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মারিয়া আক্তার, ৩য় শ্রেণির বৃষ্টি রানী, উত্তর চন্দন দক্ষিণ পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মাইমুনা আক্তার, দ্বিতীয় শ্রেণির তানহা আক্তার।
মানবতার আলো সংগঠনের সভাপতি সুজন চৌধুরী জানান, উন্নয়নে দক্ষ ও মেধাবী শিক্ষার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করার লক্ষ্যেই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা উপকরণও বিতরণ করা হবে। ২০২২ সাল থেকেই এটি চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করা, মেধাবীদের জন্য শিক্ষাকে আরও সহজ করা, অসচ্ছল মেধাবীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা এবং এসব শিক্ষার্থীদের অধিক হারে উচ্চ শিক্ষায় আগ্রহী করা।
একুশে সংবাদ.কম/সা.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :