"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নরসিংদী কর্তৃক বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা`র শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল ১০ টায় নরসিংদী শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বৃক্ষমেলা`র শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক ব্রজ গোপাল রাজবংশী।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং বিয়াম স্কুলে একটি আম চারা রোপন করেন।
উল্লেখ্য, এই বৃক্ষ মেলা ২২ জুলাই থেকে ২৮ শে জুলাই পযর্ন্ত সকাল ১০ টা থেকে রাত ৮ টা পযর্ন্ত চলবে।মেলায় সর্বমোট তেইশটি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এখানে দেশি বিদেশি প্রজাতির গাছের চারা পাওয়া যাবে।
একুশে সংবাদ.কম/সা.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :