পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে গাজাসহ শেখ ফরিদ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে ভাঙ্গুড়া পৌর সদরের দক্ষিণ মেন্দা আদর্শ গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শেখ ফরিদ উত্তর মেন্দা পাল পাড়ার আমজাদ হোসেনের ছেলে।
ভাঙ্গুড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের দক্ষিণ মেন্দা আদর্শ গ্রাম এলাকায় বড়াল নদীর ধারে শেখ ফরিদ নামে এক ব্যক্তি মাদক বিক্রি করছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামের নির্দেশে এসআই মন্জুর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌর সদরের দক্ষিণ মেন্দা আদর্শ গ্রাম এলাকার সামিউল ইসলামের আম বাগানের পশ্চিম নদীর পাড় থেকে গাঁজাসহ শেখ ফরিদ কে আটক করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব রাশিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রুজু করে বুধবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/সা হো/স ক
আপনার মতামত লিখুন :