AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে দূর্বৃত্তের আগুনে পুড়ল ৩০টি কোরআন শরিফ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০২:৩৭ পিএম, ২৭ জুলাই, ২০২৩
নালিতাবাড়ীতে দূর্বৃত্তের আগুনে পুড়ল ৩০টি কোরআন শরিফ

শেরপুরের নালিতাবাড়ীতে দূর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হল আনুমানিক ৩০টি কুরআন শরিফ, কিছু কায়দা ও আমপারা।

 

উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নে গাছগড়া উত্তরপাড়া কেরাতিয়া মাদরাসায় (মক্তব) বৃহস্পতিবার ভোরে স্থানীয় মুসল্লি ফজরের নামাজ আদায় করতে গিয়ে মাদরাসার মেঝেতে কুরআন পোড়ানো অবস্থা দেখতে পান। পরে স্থানীয় লোকদের বিষয়টি জানানো হয়।

 

পরে সংবাদ পেয়ে গঠনাস্থল পরিদর্শন করেন শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল ইসলাম জুয়েল, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার খ্রিস্টফার হিমেল রিছিল, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক, নালিতাবাড়ী পৌরসভার মেয়ন আবু বকর সিদ্দিক, রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আল মামুনসহ আওয়ামীলীগের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

জানা যায়, স্থানীয় জয়নাল আবদিন ও সাইমদ্দিন অনুমানিক ২০ বছর পূর্বে এ ৫ শতক জমি দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। এখানে নিয়মিত ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষা দেওয়া হয়। মাদরাসায় বর্তমানে ১ জন শিক্ষক দিয়ে প্রায় ৪৫ জন ছেলে-মেয়ে সকালবেল কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে।

 

মাদরাসার শিক্ষক হাফেজ জহুরুল হক বলেন, সকালে কোরআন পোড়ানোর বিষয়টি জানতে পেরে মাদরাসায় এসে মাদরাসার মেঝেতে কোরআন পোড়ানো আবস্থায় দেখতে পাই।

 

একুশে সংবাদ/আ.ম.প্র/জাহা

Link copied!