উপজেলার লেখকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার থেকে দু’দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া (জিটি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ ।
বিশেষ অতিথির ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের মনোনীত প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমীর মহা-পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অসীম কুমার বিশ্বাস।
প্রতিমন্ত্রী কে এম খালেদ বলেন, মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনে সংস্কৃতি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সবার সম্মিলিত চেষ্টায় এদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তাদের রুখে দিতে হবে। এক ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না।
একুশেসংবাদ.কম/বিএস
আপনার মতামত লিখুন :