পঞ্চগড়ের দেবীগঞ্চে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্চ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে র্যালী ও আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়।
মানব কল্যাণ পরিষদ (এমকেপি) যুক্ত প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের আয়োজনে বিএমজেড এর অর্থায়নে নেটজ বাংলাদেশের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ৩নং দেবীগঞ্চ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম ইমু, মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর এরিয়া কো-অর্ডিনেটর মোছাঃ বিলকিস বেগম, এফএফ শেফালী, মনোয়ারা বেগম, গোলাম রব্বানী প্রমুখ।
এ সময় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) যুক্ত প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দ, আদিবাসী ও শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য বলেন, আদিবাসীরা বাংলাদেশের সমাজের একটি বৈচিত্রময় ও গুরুত্বপুর্ণ অংশ। এদের কাউকে পিছনে ফেলে নয় বরং একটি
সমতাভিত্তিক সমাজ ও টেকসহ ভবিষ্যত গড়তে হলে আদিবাসীদের সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে যেতে হবে।
একুশে সংবাদ/ল.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :