সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ জলাভূমি , প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ - ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে বেলা এগারোটায় করতোয়া নদীতে সোনতলায় ও বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন উপজেলার সাত জায়গায় চলতি ২০২৩ - ২০২৪ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জাতের মোট ৪ শ ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
একুশে সংবাদ/সা.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :