বরগুনার আমতলীতে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা গুলিশাখালী ইউনিয়নের জেলেদের মধ্যে দ্বিতীয় ধাপে সোমবার দুপুরে ভিজিএফএর চাল বিতরন করা হয়।
গুলিশাখালী ইউনিয়নের ১৬৪১ জন জেলেকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। প্রথম দিনে ২,৩,৭,৮,৯ নং ওয়ার্ডের ২৬১ জন জেলেকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
জানা গেছে, মে থেকে জুলাই পর্যন্ত ৬৫ দিন সারাদেশে সমুদ্রে মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন সরকার। এসময় সরকার বেকার থাকা জেলেদের ভিজিএফের চাল দিয়ে সহায়তা করে থাকেন। চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসারের প্রতিনিধি মোঃ ইমাম হোসেন। সিনিয়র মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মোঃ আরিফুর রহমান ও দীপংকর চন্দ্র পাইক।ইউপি সচিব মোঃ জাকির হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য, সাধারণ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান অ্যাড:এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, গুলিশাখালী ইউনিয়নের নিবন্ধিত ১৬৪১ জন জেলের মধ্যে প্রথম দিন ২৬১ জনকে জন প্রতি ৩০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :