ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নে ঘুণ্টিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
হতাহত ২ টি গরুর বাজার দর প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বলে দাবি করেছেন মালিক। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
এলাকাবাসী জানান, বুধবার (১৬ আগস্ট) বিকেলে ৫ টার দিকে ঢাকা থেকে পঞ্চগড় এর উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি আখানগর রেলস্টেশন এলাকার সামনে ঘুণ্টিপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। এসময় কৃষক কলিরাজ রেললাইনের পাশে চারটি গরু ঘাস খাওয়াচ্ছিলেন এমন সময় ট্রেন আসলে গরু চারটিকে সামলাতে না পেরে ২ টি গরু রেল লাইনের উপর উঠে যায় এবং গরু দুইটি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে ধান ক্ষেতে পরে।ঘটনা স্থলেই গরু দুইটি মারা যায়।
গরুর মালিক চিলারং ইউনিয়নের ২ নং ঘুণ্টিপাড়া এলাকার কলিরাজ।কলিরাজ জানান, গরুগুলোই ছিলো তার শেষ সম্বল। ট্রেনে কাটা পড়ে যে দুইটি গরু হতাহত হয়েছে, তার বাজার দর প্রায় দুই লাখ টাকা। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
একুশে সংবাদ/প.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :