সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উন্মুক্ত জলাশয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা আজমপুর খেলা ঘাটে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ মোর্শেদ মিশু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, তাহিরপুর উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ ইউসুফ আলী, সৌহার্দ প্রজেক্ট অফিসার মোঃ বদরুজ্জামানসহ আরো অনেকে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন জানান, ২০২৩/২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দোয়ারাবাজার উপজেলার মুক্ত জলাশয়ে মোট ৩ শত ৭৮ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
একুশে সংবাদ/ম.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :