কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দৈনিক যায়যায়দিন এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় উলিপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব হল রুমে আলোচানা সভা অনুষ্ঠিত হয়।
উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শহিদুল আলম বাবুল`র সঞ্চালনায় সভাপতিত্ব করে উলিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল হান্নান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক সমকাল`র উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, দৈনিক যায়যায়দিন`র জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহেদ, দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক দেশ রুপান্ত`র বিশেষ প্রতিনিধি পরিমল মজুমদার মুকুল, দৈনিক যায়যায়দিন`র উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বিটু, দৈনিক করতোয়া`র উপজেলা প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু প্রমুখ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :