AB Bank
ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জ পৌরসভার ৩৭ জনকে বিনাসুদে ঋণ প্রদান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৬:৩৩ পিএম, ২০ আগস্ট, ২০২৩
সুনামগঞ্জ পৌরসভার ৩৭ জনকে বিনাসুদে ঋণ প্রদান

বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিজনকে ৫ হাজার টাকা করে ৩৭জন পৌর নাগরিককে মোট একলাখ ৮৫ হাজার টাকা বিনাসুদে ঋণ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত।

 

রোববার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার হলরুমে বিনাসুদে ঋ কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সুনামগঞ্জ পৌরসভার মেযর নাদের বখত এর সভাপতিত্বে ও পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মণির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,বিশিষ্ঠ শিক্ষাবিদ যোগেশ্বর দাস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, পৌর কাউন্সিলর গোলাম আহমদ সৈনিক, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, কবি ইয়াকুব বখত বাহলুল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক বখত, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাংবাদিক আল হেলাল।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহানারা বেগম, সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশল আশরাফুল ইসলাম কয়েস, হিসাব রক্ষণ অফিসার সন্তোষ কুমার দাস, সমাজ উন্নয়ন অফিসার নিজাম উদ্দিন সহ অন‍্যান‍্য গণমাধ‍্যমকর্মী ও ক্ষুদ্র মৎস‍্যজীবী ব‍্যবসায়ী ঋণ গ্রহিতাগণ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ আলোচনা সভা শেষে ক্ষুদ্র মৎস‍্যজীবী ব‍্যবসায়ীদের মধ্য এ ঋণ বিতরণ করেন অতিথিরা।

 

সভাপতির বক্তৃতায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন,সুদখোর ও দাদন ব্যবসায়ীদের কারণে সারাদেশে সুনামগঞ্জের সুনাম নষ্ঠ হচ্ছে। সম্প্রীতির সুনামগঞ্জকে সুদমুক্ত করতে আমরা সুদমুক্ত ঋন প্রথা চালু করেছি। আমরা চাই যত বিপদই আসুক না কেন কোন মানুষই যেন সুদখোরদের কাছে না যায়। আলোচনা সভার পর উপস্থিত ৩৭ জন মৎস্যজীবীদের হাতে জনপ্রতি ৫ হাজার টাকা করে ১ লাখ ৮৫ হাজার টাকা সুদমুক্ত ঋনের চেক বিতরণ করেন মেয়র নাদের বখত।

 

একুশে সংবাদ/কু.শ.প্র/জাহা

Link copied!