বাংলাদেশ আ`লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ১৫ই আগস্টের কালো রাতে ষড়যন্ত্রের পিছে কারা চাবিকাঠি নাড়িয়েছিল তাদেরও চিহ্নিত করে যথেষ্ট বিচারের মাধ্যমে ফাঁসির সাজা দেখতে চাই। বিরোধী দলরা অনেক চেষ্টা করেছে অনেক কৌশলে ১৫ই আগস্টের বিচার যেন না হয়, পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু সেই বিচারের দাবি এখন এসে গেছে আমরা ষড়যন্ত্রকারীদের ফাঁসি বাংলার মাটিতে দেখতে চাই।
রোববার (২০ আগস্ট) বিকাল ৫টায় ভাঙ্গা উপজেলায় পুখুরিয়া এ এস একাডেমী মাঠে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ এসব কথা বলেন।
আ`লীগের এই নীতিনির্ধারক নেতা আরো বলেন, বিএনপি, জামাত ও শিবির এক হয়েছে তাদের একটাই প্রচেষ্টা কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যায়। আমি এই মানিকদহ স্কুল মাঠ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যত চেষ্টা করেন, যত ষড়যন্ত্র করেন, কোন লাভ হবে না। রাখে আল্লাহ আমারে কে। কেউ সরাতে পারবেনা শেখ হাসিনাকে। ২০০৪ সালে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল খালেদা জিয়া ও তারেক জিয়া কিন্তু করতে পারে নাই। বাংলার আনাছে-কানাচে থেকে দাবি উঠেছে বঙ্গবন্ধুর কিছু খুনিদের বিচার কার্যকর হয়েছে আর কিছু খুনিরা পাকিস্তান কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে সহ বিভিন্ন জায়গায় তারা পালিয়ে আছে। আমরা যারা বঙ্গবন্ধুর অনুসারী নৌকার ভক্ত আমরা বিশ্বাস করি ওই কিলারদের যেভাবে হোক দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে।
জন সভায় আনোয়ারা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সম্মানিত অতিথি ফরিদপুর জেলা আ`লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আ`লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, জেলা আ`লীগের শ্রম বিষয়ক সম্পাদক ভাঙ্গা উপজেলা আ`লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সদস্য ও নগরকান্দা উপজেলা আ`লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা আ`লীগের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন, জেলা আ`লীগের সদস্য ও ভাঙ্গা উপজেলা আ`লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, পৌর সাংগঠনিক সম্পাদক সাবেক চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জালাল প্রমূখ
জনসভায় সঞ্চালনা করেন মোঃ রাসেল মাতুব্বর।
একুশে সংবাদ/সা.শ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :