শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম)ঝিনাইগাতী থানায় আগমন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট সোমবার দুপুরে থানা চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে ফুল দিয়ে বরণ করা সহ গার্ড অব অনার প্রদান করেন থানা পুলিশ। ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন মহল।
পরে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া`র সভাপতিত্বে এবং উপপরিদর্শক রোকসানা বেগম এর উপস্থাপনায় সমাবেশে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম)। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ`লীগের সভাপতি আলহাজ্ব এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, আদিবাসী চেয়ারম্যান নবেশ খকশী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারুল্লাহ, সেক্রেটারি আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবুল হাসেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী বাজার জামে মসজিদের ইমাম মুফতি আলহাজ্ব খালিছুর রহমান, শিক্ষক জীবন কুমার চক্রবর্তী প্রমুখ উপজেলার বিভিন্ন সমস্যা উল্লেখ করে প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন।
উক্ত সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশিং কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সমজিদের ইমাম, আদিবাসী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম) থানা পরিদর্শন ও সুধী সমাবেশে অংশ গ্রহন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :