AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে মৌজা ভিত্তিক নামকরণের দাবিতে মানববন্ধন


ভৈরবে মৌজা ভিত্তিক নামকরণের দাবিতে মানববন্ধন

“আমরা ঝগড়া চাইনা শান্তি চাই” এ শ্লোগানকে সামনে রেখে মৌজা ভিত্তিক আকবরনগর বাজার ও বাসস্ট্যান্ডে নামকরণের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

 

মানববন্ধনে বক্ত্যরা বলেন, আমাদের আকবরনগর বাজার সরকারি মৌজা অনুযায়ী আকবরনগর নাম পূর্ব থেকেই ছিল। বাজারের তিনদিক দিয়েই আকবরনগর বাজারসহ আমাদের জমি রয়েছে। সরকার থেকেও আকবরনগর নামেই বাজারের নামকরন সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু মিরাচরের লোকজন তাদের গ্রামের নামে বাজার ও বাসস্ট্যান্ড নামকরন করতে প্রায় সময় আমাদের সাথে ঝগড়া করে আমাদের দোকানপাট ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের একটাই দাবি আমাদের মৌজা অনুযায়ী আমাদের বাজার ও বাসস্ট্যান্ডকে আকবরনগর নাম বহাল রাখা হয় ।

 

এলাকাবাসী আক্তার মেম্বার, মনির, রুহুল আমি, মীরা বেগম ও রুপা বেগম বলেন, গত ৫০ বছর ধরে আকবরনগর বাজার ও পরবর্তীতে আকবরনগর বাসষ্ট্যান্ড নামে পরিচিত এ এলাকাটি। এমনকি কিছুদিন পূর্বে সরকার থেকেও আকবরনগর নামেই বাজারের নামকরন সাইনবোর্ড লাগানো হয়। এ সাইনবোর্ড লাগানোর পর মীরারচর এলাকাবাসি ক্ষোভে ফুসে উঠে এবং সাইনবোর্ডটি তুলে ফেলে দেয়। এ নিয়ে আকবরনহগর ও মীরারচর গ্রামবাসির মধ্যে দফায় দফায় সংঘষও হয়েছে। এ সংঘর্ষে মীরারচর গ্রামের লোকজন আমাদের আকবরনগর বাজারে এসে আমাদের ব্যবসা প্রতিষ্টান ভাংচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। প্রতিকার চেয়ে আমার একাধিকবার সালিশি বৈঠক করেও কোন সুফল পাচ্ছিনা।

 

আমরা ঝগড়া ফ্যাসাদ চাইনা, আমরা শান্তি চাই। মীরারচর গ্রামবাসির অহেতুক ও অযুক্তিকর আবদারকোন ভাবেই সঠিক নয়।

 

একুশে সংবাদ/জ.আ.প্র/জাহা

Link copied!