ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক ভেলাতৈড় যৌদ্দপীর গোরস্তানের প্রায় ৯ টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে দুর্বৃত্তরা কবর খুড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
শনিবার সকালে বিষয়টি জানা জানি হলে মানুষের ঢল নামে সেখানে। স্থানীয়রা জানায়, রাতে আধারে যৌদ্দপীর গোরস্তানের পুরাতন কবর কে বা কারা খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছেন। বিষযটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, ৯/১০টি পুরাতন কবরের মাটি খুড়া ও ঢাকা দেওয়া অবস্থায় দেখা গেছে। আসলে কি হয়েছে-এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/ল.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :