বাড়িতে ছাদবাগানের প্রসার ঘটছে। পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই ছাদবাগানে হাত লাগিয়েছেন। ছাদ বাগান গৃহীনিদের পছন্দের। কিন্তু বাড়ির ছাদে বাগানের পরিবর্তে হচ্ছে গাঁজা চাষ। যা কিনা নিষিদ্ধ।
এমন ঘটনা নোয়াখালীর সোনাইমুড়ীতে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ভবনের ছাদে গাঁজা চাষের অভিযোগে বাড়ির কেয়ারটেকার সিরাজুল ইসলামকে রোববার রাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাড়ির মালিক আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকেন না। সিরাজুল ইসলাম বাড়ির দেখাশোনা করেন। মালিকের অনুপস্থিতিতে ভবনের ছাদে তিনি গাঁজার গাছ লাগিয়েছিলেন।
একুশে সংবাদ/আ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :