AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেলা প্রশাসনের হস্তক্ষেপে রাজবাড়ী-ঢাকা রুটে পুনরায় বাস চলাচল শুরু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৬:৩৬ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৩
জেলা প্রশাসনের হস্তক্ষেপে রাজবাড়ী-ঢাকা রুটে পুনরায় বাস চলাচল শুরু

জেলা প্রশাসনের হস্তক্ষেপে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। গত মঙ্গলবার (০৫ সেপ্টম্বর) দিনগত রাত পৌনে নয়টা এই রুটে বাস চলাচল শুরু হয়।

 

এর আগে রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি ও শ্যামলী পরিবহনের দ্বন্দ্বে মঙ্গলবার সকাল থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ রাখে তারা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

 

রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, শ্যামলী পরিবহন কোন সিদ্ধান্ত ছাড়াই ঢাকা-রাজবাড়ী রুটে তাদের ট্রিপ বাড়িয়ে দেয় এতে বাধা দিলে তারা রাজবাড়ীর কোন বাস ঢাকায় ঢুকতে দেয় না। আবার গাবতলি থেকে কোন বাস রাজবাড়ীতেও আসতে দিচ্ছিলো না। যে কারনে রাজবাড়ী থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় পর রাজবাড়ীর জেলা প্রশাসকের নির্দেশক্রমে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অন্যান্য রুটের বাস চলাচল দিন ব্যাপী স্বাভাবিক ছিল।

 

এ প্রসঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, যাত্রী দুর্ভোগ কমানোর জন্য জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সভা করে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের সাথে রাজবাড়ীর মালিক সমিতির বিরোধ মিমাংসা করা সম্ভব হয়েছে। সেই সাথে রাত পৌনে নয়টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাকি যে সমস্যাগুলো আছে আগামী শুক্রবার পুনরায় একটি সভা করে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের সাথে রাজবাড়ীর মালিক সমিতির সমস্যা সমাধান করা হবে।

 

একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা

Link copied!