ভাইয়ের কবর দিয়ে আসার পর ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে জোবায়দুল এবনন(২৮) বছর বয়সি এক মটরবাইক চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু পিয়াল হাসান জানান, গতকাল (১৪সেপ্টেম্বর) তার চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে সে ঢাকা থেকে বরিশালের মুলাদী যায়।সেখানে পারিবারিক কবরস্থানে ভায়ের কবর দিয়ে ঢাকা আসার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত জোবায়দুল এর গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কাজিরহাট গ্রামের জসিম হাওলাদারের ছেলে বর্তমানে তিনি বাংলামটর এলাকায় থাকতেন তিনি একজন মোটর পার্টসের ব্যবসায়ী ছিলেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে জানানো হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :