মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা, উথুলি ও টেপরা বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৬ (ছয় হাজার) টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) শিবালয় উপজেলার তেওতা, উথুলি ও টেপরা বাজারের সুভাস স্টোরকে ২ হাজার, আল সালেহীন ট্রেডার্সকে ৩ হাজার এবং ঝন্টু ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
ভোক্তার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কমিটির নেতৃবৃন্দ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে কল করুন হটলাইন ১৬১২১ নম্বরে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/স.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :