নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের উদ্ভোধন করেন কেন্দুয়া - আটপাড়ার মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।
প্রান্তিক কৃষক ডাউকি গ্রামের খায়রুল ইসলাম, নূরে আলম ও তফাজ্জল হোসেন শাহিন বলেন আমরা ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে পেয়েছি।আমরা আশা করব আমাদের এই সাহায্য যেন অব্যাহত থাকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা , ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ।
একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :