AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রমিক বিক্ষোভে পোশাক কারখানা বন্ধ ঘোষণা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০১:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
শ্রমিক বিক্ষোভে পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের গাছা এলাকায়  বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর  টিআরজেড নামের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় বকেয়া কিছু বেতনও পরিশোধ করা হয়।

কারখানা কর্তৃপক্ষ এক নোটিশে জানিয়েছে, কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বেআইনি ও অবৈধভাবে ধর্মঘট করে ফ্যাক্টরির ভেতরে ভাঙচুর ও বিপুল পরিমাণে মালামাল ক্ষয়ক্ষতি করে। তাই ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরির কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। সোমবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সকালে কাজ করতে গিয়ে কারখানায় বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ করে। এর আগে রোববারও তারা বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনে নামে। রাতে বেতনের কিছু টাকা পরিশোধ করা হয়। পরে মালিকপক্ষ কারখানায় নোটিশ লাগিয়ে তালা ঝুলিয়ে দেয়।

এর আগে গত শনিবার শ্রমিকরা জানান, বেতন দেওয়ার কথা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সবাইকে কারখানার সামনে বসিয়ে রাখা হয়। সন্ধ্যায় বেতন পরিশোধ না করেই কারখানা মেইন গেইট তালা মেরে কর্মকর্তারা চলে যান। সেদিন বিকেলে দুজন শ্রমিক প্রতিনিধি মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসলেও ফলপ্রসু কোনো আলোচনা না হওয়ায় পরদিন শ্রমিকরা বিক্ষোভ করেন।

কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুলাই মাসের ১৫ দিনের বেতন বকেয়া রাখা হয়েছে। আগস্ট মাসের বেতন এখানো দেয়া হয়নি। সেপ্টেম্বর মাসও প্রায় শেষ হয়ে আসছে। এমনকি কিছু শ্রমিকের গত ঈদেরও বেতন বকেয়া আছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারভাইজার জানান, তার নিজেরও ৩ মাসের বেতন বকেয়া রাখা হয়েছে।

কারখানার এডমিন ম্যানেজার বাচ্চু মিয়া জানান, তাদের বেতন ভাতা পরিশোধ করার পরও রাতে উশৃঙ্খল শ্রমিকেরা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও ক্ষতি সাধন করেছে। এই অবস্থায় কারখানা চালু রাখা সম্ভব নয় বলে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জহিরুল হক বলেন, রোববার বেতন পরিশোধ করা হয়েছে। ওভারটাইমসহ কিছু বকেয়া রয়েছে, তাও পরিশোধ করার কথা রয়েছে। তবে রাতে কারখানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, ভাঙচুরের কারণে মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছেন।


একুশে সংবাদ/এসআর

Link copied!